ওগো অসীম নীলিমায় ওড়ে যাওয়া পাখি
স্বর্গ পানে বুঝি তুমি তব চলেছ যে ছুটি!
কত কাল মহাকাল পেছনে ফেলে রেখে
ছুটে চলেছ তুমি অজানা অচেনা পথে।
কত যে পথের বাঁকে থেমেছে তোমার পথ
লোহিত সাগর পাড় হয়ে নীলের নীল নদ!
ওগো দূর্বার বেগে চলা দূরন্ত দুঃ সাহসী পাখি
তুমি পৃথিবীর ওপারে পেয়েছো কি স্বর্গের দ্বার খুঁজি?
প্রশান্তের অশান্ত জলে গভীর জলধারা
আটলান্টিকের বরফ জলে টাইটানিকের কান্না
এর্ন্টাটিকের শুভ্র শৌল চূড়ায় তোমার পদ ধ্বনি
এশিয়া ইউরোপ আফ্রিকা কোথায় নেই তুমি?
তুমি পেয়েছো কি স্বর্গের দ্বার খুঁজি?
রক্তিম আকাশে রক্তিম সূর্য ঢলে ঢলে যায়
পৃথিবীর সব রহস্যের জাল অলক্ষে হারায়
ঝাঁপটানো ডানায় ভর করে তবু চলেছ ছুটি
ওগো পাখি তুমি পেয়েছো কি স্বর্গের দ্বার খুঁজি?