নীল লোনা জলের মাঝে ছড়ানো মুক্তার মালা
আকাশের নীল আর সাগরের নীল যেথা মেলেছে ডানা!
পাথুরে পাহাড়ের ভীরে গড়ে উঠা পর্বত মালা
জীবন্ত আগ্নেয়গিরির সাথে সবুজের আভা।
হে কালাপানির আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ
তোমাকে ঘিরে ই গড়েছে কত গল্প গান কবিতাকুঞ্জ
বঙ্গোপসাগরে বয়ে চলা উত্তাল উর্মিমালার মাঝে
কি মায়া ছড়ায়েছো সকাল বিকাল সাঁজে?
হিরামন পাখিরা সুর তোলে যায় নিঝুম রাতে
জানিনা কোন বিরহী সুর লুকায়েছে তাতে?
একি শতাব্দীর আড়ালে চেপে থাকা লুকানো কান্না
একি সভ্যতার অলক্ষে থাকা লুকানো বেদনা?