দস্যু ওরা বর্গী ওরা ওরা ডাকাত দল
বাতাসে ঐ নড়ছে দেখ অধর্মের কল!
ধনে পূর্ণ বাংলারভান্ডারে ক্লাইভের কালো হাত
মেঘনার বুকে যাচ্ছে দেখ হাজার স্বর্ণ চালান।
তামাশা দেখে অভাগা বাঙালী তীরে দাঁড়ায়ে হায়
নৌকা ডুবিয়ে দিতিস যদি, সব থাকতমেঘনায়।
উপচে পড়া ঝুরির দেশেরতলা ফেটে যায়
তোদের ধনে গ্রেট বৃটেন- শিল্পবিপ্লব ঘটায়!
রবার্ট ক্লাইভ দস্যু হয়ে বৃটেনেরসেরা ধণী
জানিসনা রে সিধ কেটে চোর কতনিয়েছে মণি!
মীর জাফর টিনের সেপাইআত্মা বিহীন নবাব
পা চাটা লোফার দালাল মিটায় ওদের অভাব
শোকেজে সাজানো খেলনা বেশে পুতুল নবাব হয়ে
গাঁধার ঘানি টেনে গেলি ইংরেজের বোঝা বয়ে!
ক্ষমতার নেশায় ক্ষমতা কাড়ি দিলি ওদের হাতে
আগা গোড়া সব হারালি কি থাকল আর পাতে!