সেদিন কিছুটা বৃষ্টি ঝরেছিল
বরষার প্রথম কদম ফুলের মত
পাপড়ি ঝরানো শ্বেত শুভ্র বৃষ্টি
টিনের চালে অবিরাম রিনি ঝিনি।
সেকি বেহালার তান ছিল
সেকি কোয়েলের গান ছিল
সেকি নিরব আঁধার রাতে
তোমার ই ছোঁয়া ছিল?
তারপর দূরন্ত বালিকার মত
কল্লোলিত হাসির বৃষ্টি শেষে
ঘণ শ্যাম মেঘেরা চলে গেছে কোথা
ঝকঝকে নীল আকাশে নেই এক ফোঁটা!
তখন নীল আকাশ জুড়ে
উঠেছিল পেয়েলার মত রূপালি চাঁদ
বটবৃক্ষের পাতার ফাঁকে দিয়েছিল উঁকি
জেগেছিল দিগন্ত জুড়ে ফসলের মাঠ।
তখন তুমি হয়ত রূপকথার ঘুমে
হারিয়েছিলে সাত সাগর, তেরো নদির ধারে
বেরসিক চাঁদ জানালার ফাঁক গলে
তোমার মূখে এঁকেছিল মায়াবী আলপনা!
তখন এইতো আমি ল্যাম্পপোষ্টের ধারে
ছিন্নমূল কতিপয় পথ শিশুদের ভীরে
নির্ঘুম রাত জেগে কল্পনার আকাশে
দেখেছি রূপালী চাঁদ, ভেবেছি তোমাকে!