ঘন শ্যাম কেশ রূপি ওগো মেঘমালা
তব তোমার অতৃপ্ত হৃদয়ে কে আঁকিল
জ্বালা?
কে আঁকিল বেদন ভরা দুঃখের
সায়র
তাই বুঝি রোদন ঢালি চলেছ নাওর!
তুমি দূরন্ত বালিকার চঞ্চলা গতি
তুমি অশান্ত রমণির শান্ত আঁখি
তুমি দস্যি ছেলের
হাতে সাদা কাশফুল
তুমি চম্পাবতির দেশে আম জামরুল!
তুমি ছুঁয়ে গেছ কত ঘাট কত প্রান্তর
তুমি পেরিয়েছ কত যুগ যুগান্তর
তুমি পথ ভুলে চলেছ সাদা বকের
দেশ
তুমি কাক ভেজা হয়ে দোয়েলের
বেশ!
ওগো মেঘ মালা
ময়ূর কি মেলেছে পেখম তোমায়
দেখে
আকাশ কি সেজেছে ঐ রংধনু রঙে?
তুমি কদমের ফুল নাকি কেয়ার
কাঁটা
যতই তোমায় দেখি ওগো মন
ভরে না।
(বর্ষার আয়োজন)