দেখিনি কারবালা, ইমাম হোসেনের
অসহায় প্রচেষ্টা
শোনিনি কভু শিশু জয়নালের পানির
তরে তেষ্টা।
ফোরাতের তীরে সলিল বহে সু মিষ্ট
কলরবে,
এজিদ হাসে ক্রুড়
হাসি পানি দেবে কোন দুঃখে!
যুগে যুগে এমন করে কত
কারবালা গেল রচে
স্পেনের আলহামরা থেকে পলাশীর
দগ্ধ ক্ষতে!
তেমনি এক কারবালা আজ
দেখেছি ফিলীস্থিনে
জারজ ওরা অভাগার দল
মেতেছে রক্ত লাশে!
নির্মম হলোকাষ্টের আড়ালে তোদের
মারল যারা
তারাই আজ বন্ধু বটে, মুসলিমের
গলেতে দিয়ে পারা!
শোনরে ঐ শকুনের দল হায়েনা শ্বাপদ
ওরে
পিপিলীকার পাখা গঁজায় শুধুই মরিবার
তরে!
ইবলিশ সম অভিশাপ
কুড়ায়ে মানবতার বিষ ফোঁড়া
ইহুদিবাদ নিপাত যাক
চাইছে স্বয়ং খোদা!
তার আগে সুতায় ঢিল দিয়েছেন কিছুটা
সেটুকু সময় খেলে নে, মরণের
আগে বেহুদা!