হে ওমর বিন আঃ আযীয,
আমি সেই ফকির দেখলে অবাক হইনা
যার কিছু নেই তাই সে ফকির
কিন্তু তোমাকে দেখে আমি হয়েছি অবাক
কারণ সুবিশাল সাম্রাজ্যের মালিক হয়েও
তুমি সব হারা পথের পথিক!
চলেছ তুমি নিস্তব্দ নগরীর পথে পথে
মরুর চাঁদ তোমার চলায় থমকে গেছে।
রাতের আঁধারে মোমের আলোয় বসে
করছিলে সরকারী কাজ বড় আনমনে
এসেছে পথিক তোমার ঘরেতে তখনে
তুমি কি রাষ্ট্রীয় কাজে না ব্যক্তিগত কাজে এখানে?
দিয়েছ তব মোম বাতি নিভায়ে
হে খলিফা, আমিরুল মোমেনীন
বাতি কেন নিভালেন এ সময়ে?
এটা রাষ্ট্রের সম্পদ হে পথিক
ব্যক্তিগত কাজের জন্য নয় ওগো হে?
ঈদের খুশির দিনে
পেয়েছে কাপড় রাজ্যের সকল লোকে
শুধু হে রাজ্যের অধিপতি
পাওনি তুমি আর তোমার পরিবারে!
প্রশ্নের জবাবে তুমি বলেছিলে
আমার আয়ে পোষাক কিনব কেমনে
ধার নাও অগ্রীম সাত দিন কিংবা আরো কটা দিন
তুমি বলেছিলে,
সাত দিন বাঁচব কি না সেটাইতো জানিনা
কেন মিছে বাড়াব ওগো বৃথাই ঋণের বোঝা?
হে ওমর জানি তোমার হৃদয় কঠোর হয়েছিল সেদিন
কিন্তু জেনো পুরো জাহান কেঁদেছিল দেখে তোমায় বীর!