একটা সময় বুঝবে তুমি যখন সময়
থাকবেনা
আকুল
হয়ে ডাকবে পাশে কেউতো কাছে আসবেনা।
চোখে তোমার রঙিন স্বপ্ন, স্বপ্ন
রঙিন আল্পনা
সেই স্বপ্ন ফিঁকে হবে,
মুছে যাবে কল্পনা।
কন্ঠে তোমার সুরের ধারা,
সুরে সুরে ব্যঞ্জনা
সেই সুর আর
শোনবে কেগো শোনবে মিছে গঞ্জনা।
মূখে তোমার চাঁদের হাসি, চাঁদের
দেশে খুশির ধূম
সময় গেলে বুঝবে শেষে, তোমার
চোখে থাকবেনা ঘুম।
নদীর জলে জোনাক জলে, তোমার
ঘরে তারি আভা
কিন্তু সেদিন প্রখর রোদে,
অন্ধকারের নামবে কায়া।
সুখের সময় দুধের মাছি, কত
জনা বন্ধু হয়
কিন্তু জেনো দুখের দিনে, কেউ আর
কারো নয়।