হে নতুন অতিথী জীর্ণ পৃথিবীতে,
গেয়ে নব গীতি তুমি তব এলে।
কত যে নতুন ওড়ায়ে কেতন.
যুগে যুগে এসে হেসেছে এমন।
যেমন করে তুমি হেসেছ, কেঁদে আঁখি
বক্ষ ভাসায়ে, দিয়েছ ধরায় পুলক মাখি!
তুমিতো জানোনা পৃথিবী কেমন
মায়াও যেমন নিষ্ঠুরতাও তেমন
কেউবা চরনে ঢালিবে ফুল বিথিকা
কেউবা তব চলার পথে বিছাবে কাঁটা।
এসবই তোমায় শিখতে হবে
যেহেতু স্বর্গ হতে এসেছ ভবে।
কুটিল জটিল উঠিবে আকাশে
ভাসাবে তোমায় দুঃখের বাতাসে
তার ই মাঝে এক ক্লান্ত পাখি
শুনাবে তোমায় প্রিয় গান খানি।