হে কবি,
লিখছ বসে তুমি কোন সে কবিতা
কোন ভাবের প্রকাশ তুমি করছ
করছ নিরালাতে।
হেসে শুধাই আমি
কবি তুমি বলছ কাকে, কবি নইতো আমি
আমি শুধু লিখে যাই
কবিতা কি জানি?
বল্লে তুমি ক্ষণিক হেসে
কি যে বল তুমি
কবিতা তোমার রক্তে মিশে
নয়তো কবি তুমি, বল্লেই হল
সে কি আমি মানি।
বল্লাম আমি উদাস চোখে
মানবেনা ভাই তুমি
সেও আমি জানি
কিন্তু ও ভাই সত্যি বলি
কবি নইতো আমি।
বল্লে তুমি অভিমানে
তবে কি সব মিছে
রাখাল ছেলে বাজায় বাঁশি
নতুন ধানের ফাঁকে
হলুদ বরন সোনার পাখি
নিঝুম বনে ডাকে।
মিছে কি সেই খোকার হাসি
মিছে কি বেত বন
কলকলা ঢেউ পাগলা হওয়া
পাখির গুঞ্জরন।
বল্লাম আমি, চোখে রেখে চোখ
রাগছ অকারন
এসব হয়তো কথার মালা কিন্তু
নয়তো কবিতা
কবি তুমি বলছ যাদের
তারাও নয় কবি
তারা শুধু কথার কারিগর।
জানতে চাইলে তখন তুমি
তবে আসল কবি কারা?
বল্লাম আমি, এবার তবে  শোন
মাসের পড়ে মাস কষ্ট করে
ফসল ফলায় যারা
উষর মাঠে সবুজ স্বপ্ন
দিচ্ছে একে যারা
ভাঙছে যারা সকল আধার
নতুন করে গড়ছে ধরা
যাদের ছোঁয়ায় এ ধরণী
এতো মনোহরা।
যাদের ঘামে, আমরা ঋণী
তারাই আসল কবি
আর তাদের প্রচেষ্টার ফলটাই কবিতা
কবি নইতো আমি।