আজি এ বরষায় কোন ভরসায়
তুম চলে যাও বাহিরে
দেখ আকাশেতে মেঘ দানা বেধে
নামে দেখ চাহিরে।
এস নিরালাতে বসে আনমনে
হাসি কথা কহিয়া
কাক জবুথবু মেঘ গুড়– গুড়–
ঝর যায় বহিয়া।
শত ব্যস্ততায় মন তিক্ততায়
উঠেছে যে ভরিয়া
দেখ ঝর নামে ঐ বান ডাকে
যেও নাকো চলিয়া।
সেই দিনগুলো যায় মনে পড়ে
কাঁচা আম কুড়িয়ে
শত গল্প কথায় কত খেলা-ধূলায়
দিন যেত ফুরিয়ে।
আজি এ বরষায় এই অবেলায়
থাকো নাকো কিছুক্ষন
কদম-কেয়া হাসে, হিজল চিঠি লেখে
পৌছাতে যতক্ষণ।
শূণ্য নদীর তীর কোথাও নেই ভীর
দেখ রাখাল ছেলে একাকী
গল্প শোনে হাবু-লাবু মাঝে দাদু
পাঠশালা আজ ছুটি
তবু যাবে তুমি একা এই আমি
বসে রই
নামে ঝর ঝর করে তাড়াহুড়ো
তুমি চলে গেলে কই?