এই সুনিবিড় সন্ধ্যায় পাখি গায়, পখি যায়
হিজল-তমাল, জুই-চামেলী সুবাস ছড়ায়।
আকাশের ঐ ঘন মেঘে একি খেলা দেখি
শত শত ছবি একে হৃদয় পটে মাখি।
আজি এ সন্ধ্যায় মন চায় অবেলায়
দূয়ারে দাঁড়ায়ে তুমি ডেকেছ আমায়।
তোমার হাসিতে ভরে গেছে আমার কুটির
তুমি দু হাত বাড়ায়ে দেখায়েছো স্বপ্নের নীড়।
আকাশে জোনাক জ্বলে তাঁরার মেলা বসে
হেরি তোমায় এ প্রকৃতি যেন পূর্ণতা পায়
শান্ত নদী চাঁদের রুপালী আলোয় করে ঝিল-মিল
সূদূরে আরও দূরে যেন নিরবতার প্রাচীর।
কিন্তু হঠাৎ তোমার উচ্ছল হাসি
ভেঙে খান খান করে দেয় এইসব নিরবতাকে
দূর থেকে  দূরে, বহু দূরে ছড়িয়ে পড়ে
তব তোমার এই পবিত্র উচ্ছলতা।
হে সন্ধ্যা তুমি থাকো আরো কিছুক্ষণ
ক্ষণিকের জন্য এসে কেন চলে যাও
সূদূরে হারাও, ঘুম ভাঙাও আমার প্রিয়ার।