ক্যাকটাসের বাহারি বর্ণের
সারি সারি গাছে
জেগেছিল
কিছুটা বাড়তি রং বাড়তি আমেজে
অভ্যাগত অতিথীদের ব্যস্ত
পদভারে
পাইন গাছের শীতলতা নেমেছিল
নিরবে।
শিশুদের মিষ্টি কলতান যেন পাখিদের
গান
স্যান্ডউইচের বাক্স থেকে সুবাসিত
ঘ্রাণ
হাজার তারার মেলা আজি এ গার্টেন
পার্টিতে
হাসি আনন্দ যেন
যেথা বৃষ্টি হয়ে ঝরে।
হঠাত্ কিছুটা ছন্দপতন বেরসিক
খবরে
পাশের বাড়ির
লোকটা মারা গেছে সড়ক দূর্ঘটনাতে!
পাঁচটি সন্তান আর অসহায়
স্ত্রী রেখে
আহা বেচারা মরেছে ভীষণ এক
আঘাতে।
এতটুকুই তারপর মেতে উঠে গার্ডেন
পার্টি
স্যান্ডউইচ, বিয়ার, আর চকলেট
ক্যান্ডি।
হ্যাট পরা মেয়েটি হাসছে যেন
ড্যাফোডিলের পাপড়ি
নাচের তালে তালে সুর
উঠেছে রিনিঝিনি।
দেয়ালের ওপাশেই ঘুমিয়ে আছে ঘুম
পথের যাত্রী
কিবা তার আসবে যাবে হোক
দিবা রাত্রী
ড্যাফোডিল ফুল ফুটবে, গার্ডেন
পার্টি জমবে বেশ
তাতে কি আসে যায় যার
আজি জীবনের শেষ!
হে গার্ডেন পার্টির অতিথী
তোমরাও দুদিন পরে একি পথের
যাত্রী
অথচ কত সহজে একটি মরা লাশের
পাশে
হেসে খেলে ভুলে থাকো অমোঘ এক
সত্যকে!