হে অনন্যা, অনুপমা, লাবণ্যময়ী ললনা
হে স্নিগ্ধ হাস্যময়ী, ঝর্নার নির্ঝরতা
হে সুন্দরতমা, প্রিয়ভাষিনী, কল্লোলিনী
হে দুরন্ত দুর্বার বেগে চলা বন হরিনী-
তুমি নাইবা আমায় বাসলে ভালো
এ ধরণীর রঙ্গমঞ্চে নাইবা পেলাম তোমার আলো
আমায় বেসেছে ভালো ঐ দূর নক্ষত্র
দূরন্ত নদীর চঞ্চলা ঢেউ যার নেই অন্ত।
ঐ আকাশের পাখি গুলো আমায় ভালোবেসে
ফিরে তাদের আপন নীড়ে সুখের উল্লাসে
গোলাপ,বেলী, চম্পা, বকুল নাইবা পেলাম আমি
পথের ধারের ঐ বনফুল আমার পরম সাথী।
অযতনে পথের ধারে যারা থাকে পড়ে
তারাই আমায় বাসে ভালো হৃদয় উজাড় করে।
ঐ বিলের ঐ শাপলা শালুক, পানকৌড়ি ও বনের ডাহুক
ধানের ক্ষেতের অবুঝ বাতাস, ওড়ে যাওয়া ঐ বালিহাস
সবাই আমায় বাসে ভালো, এত ভালোবাসার মাঝে
নাইবা পেলাম তোমার আলো।