তুমি কষ্ট দেখেছো?
রং ধনুর রংয়ের মত
ছড়িয়ে পড়া
হাজার রংয়ের কষ্ট।
মনের
গভীরে ঘাপটি মেরে থাকা
লুকানো নিরব কষ্ট।
কষ্ট
গুলো জমে থাকে থোক
থোক মেঘ হয়ে
তারপর একদিন
ঝরে পড়ে ওরা।
গড়ে তোলে কষ্টের সাগর,
মহাসাগর কিংবা বৈকাল
হ্রদের মত গভীর কোন
হ্রদ।
সে সাগরের গভীরতা মাপার
কোন যন্ত্র নেই
শব্দের
প্রতিধ্বনিরা সে তলের
গভীরে তরঙ্গ সৃষ্টি করেনা।
পৃথিবীতে এক দিন
সুনামি হয়েছিল
সভ্যতার
অতলে হারিয়ে যাওয়া
নিকোবরের
আদিবাসিরা জেগে উঠেছিল
সেদিন,
কিন্তু কষ্টরা জাগেনি!
ওরা রাবনের মত নির্লিপ্ত
ঘুমে
হৃদয়ের গভীর
ক্ষতে বাসা বেধেঁ ছিল।
সে কষ্টের সাগর
পাড়ি দিয়ে আজ আমি বড়
ক্লান্ত
আমি আর
তোমাকে কিইবা দিতে পারি।
যদি চাও নিতে পার কিছু লাল
নীল কষ্ট।
কষ্ট নেবে কষ্ট, তবে এসো
আমি তোমায় কষ্ট
দিয়ে ভরিয়ে দেব!