যদি ডাহুক হতাম তুমি আমি
কস্তুরির জলে ভেজা বন ডাহুক!
হয়ত প্রচন্ড ঝরে ভিজে ভিজে
কেটে যেত মাদকতাময় কোন রাত
তারপর হিজলের আড়ালে নিরবে
চুয়ে পড়া পাতায় ফেলতাম নিঃশ্বাস।
কখনো শাপলার সাথে হত কথা বিনিময়
লাল নীল সাদা শাপলার বিলে
দস্যি ছেলে গুলো গুলতি হাতে লয়ে
ডিঙি নৌকায় বসে মিছে করত তাড়া!
ঝরা বাদলের শেষে যখন রৌদ্রের খেলা
তখন হয়ত তুমি আমি হলদে নদের ধারে
চেয়ে চেয়ে দেখতাম ঘাসেদের ভেসে যাওয়া
পান কৌড়ির দলের সাথে আমাদের এক হওয়া।
যদি ডাহুক হতাম তুমি আমি
নিঝুম সন্ধ্যা রাগের রাগিনী শেষে
ধীরে ধীরে উঠত শুল্ক পক্ষের মায়াবী চাঁদ
অপরূপ আলো আধাঁরির বনে
রূপালী ডিমের মত গোলগাল
তখন ছাতিমের কোল ঘেসেঁ
ছুঁয়ে যেত তোমার পালক আমার পালকে!