কতটা বদলে গেছ তুমি
যতটুক ও বদলালে তোমাকে
বয়ে যাওয়া নদির স্রোতের মত
চিরতরে হারাতে হয় অজানায়।
যতটুকও বদলালে
সকালের শুভ্র কোমল আলোটুকও
ভরদুপুরে ঝাঁজালো জ্বালা ধরায়
তারপর বিকেলের মিষ্টি আমন্ত্রণে
সে মিলিয়ে যায় সন্ধ্যা মালতিতে।
যতটুকও বদলালে
যৌবন বসন্তে স্বপ্ন দেখা চোখ
পদ্মার নিদারুণ ভাঙনে ভাঙনে
আজ আর স্বপ্ন দেখেনা
চারদিকে ধূসর পান্ডুলিপি!
কতটুকুও বদলাতে পারো তুমি
যতটুকুও না বদলালে
অবুঝ শিশুর মত কিংবা গোলাপের
আধো ফোটা কলির মত
তুমি রয়ে যেতে চিরকাল
কিন্তু সময় কি সেটা চায়?
তাই প্রকৃতির নিয়মেই
তোমাকে বদলাতে হয়
আগত পৃথিবীর দুঃখ কষ্টগুলোর মূল্য
বুঝে নিতে!