হে প্রভু
আমিতো হয়ে গেছি অশান্ত উর্মিমালা
হয়েছি ধংস, অগ্নি, সাইক্লোন ঝড়
ধংসের মিছিলে চলেছি মাতাল মেঘমালা
নিজেকে চিনিনা নিজের কাছেই পর!
সময়ের নিয়মে সময় চলেছে তার পথে
আমিতো সুনামী হয়ে বুজেছি চোখ
সিডরের ক্রোধ নিয়ে নফসের খেয়ালে
পাপের সমুদ্রে ডুবায়েছি বুক।
ওগো প্রভু
আমার এ অশান্ত হৃদয় শান্ত কর
পাপের চেয়েও মৃত্যু যেন হয় ভালো
কন্টক বিছানো তাকওয়ার সে ঘর
দাও প্রভু হোক না যত আঁধার কালো।
আমিতো ভুলেছি কবরের পথ দু দিনের
খেয়ালে
ভুলেছি হাশর মিজান পুলসিরাতের পথ
কি হবে জানিনা পাথর মিশানো নষ্ট
আমলে
পরকালে প্রভু তোমার
দূয়ারে থামবে কি জয় রথ?
জুলুমে জুলুমে নষ্ট ক্বলবে মেলা হল পথ
চলা
বাঁকানো মন তুমি ধর নিজ হাতে
কবরে গযবে জাহান্নামের
খোলা অগ্নি দরজা
বন্ধ হবে ওগো প্রভু তোমার দয়াতে।
প্রভু রেখে গেলাম আর্জি খানি
আল্লাহুমা ইন্নী আঊযু বিকা মিনাল
আজযি
ওয়াল কাসালি ওয়াল বুখালি ওয়াল
হারামি ওয়াল আযাবিল কাবরি।
আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খাইরুম
মান
যাককাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা।
আল্লাহুমা ইন্নী আঊযুবিকা মিন
ইলমিন
লা ইয়ানফাউ ওয়া মিন কালবিন
লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন
লা তাশাবাউ
ওয়া মিন দাওয়াতিন লা ইউসতাজাবু
লাহা।