[এক বোনের অনুরোধে কবিতাটি লেখা।]
চোখের জাদু চোখের মণি আমার ছোট
ভাই
স্বর্গপানে হাত রেখেছি তোদের সুখ
টি চাই
দস্যিপনা করবি কত দক্ষিন বাতাস
ফেল
বাতাবী নেবুর ফাঁকে ফাঁকে পিউ পাপিয়ার
খেল!
চাঁদের কিরণ তোদের চোখে লাগুক
চুপটি করি
আমি না হয় রাতটা জেগে দেখব নয়ন
ভরি।
ফুলের বনে মৌ হেসেছে মোদের ভিটেয়
তোরা
জোয়ার ভাঙা বাঁধটা ভাঙুক হাসি থাকুক
ভরা।
কালবৈশাখী হার মেনে যায় তোদের
কথার তোড়ে
এত কথা পাসরে কোথায়,
ময়না হাসে ডরে!
ক্ষণে ক্ষণে রংয়ে রংয়ে জীবন নদীর
স্রোতে
হয়ত আমি উঠব গিয়ে অচিন
দেশের ঘাটে
তখন কিরে কাঁদবি তোরা গভীর
রাতে জাগি
দিদি তুমি কোথায়
গেলে বলবি ভিজে আঁখি।
আমি তখন অনেক দূরে উজান তলীর
নায়
ঢেউ উপর ঢেউটা ভেঙে চলছি অজানায়।
জীবন নদি বড়ই কঠিন জানতে হবে ভাই
দোয়া করি দুধে ভাতে থাকিস সর্বদাই।