চেয়ে আছে নিষ্পলক
হাস্য ঠোঁটে অপলক
সদ্য বোটা ছেড়া
ফুটন্ত গোলাপ!
গোলাপ সেতো একদা
বিবর্ণ হবে, ধূসরতায়
মলিন হবে স্মৃতি
কিন্তু এত চির উজ্জ্বল!
মাত্র দু মাস
কি আর বয়স
ঘন্টা মিনিট নামক
সময়ের কাটাতে!
চলে গেছে খোকা
সবাইকে কাঁদিয়ে
নিদারুণ হাসিতে
স্বর্গের সিড়িতে!
বুকের মানিক সেতো
সাধনার ধন
পুরো পৃথিবী দিলেও
মিলবে কি রতন!
মা তোমার চোখের বর্ষণ
অবিরাম ক্রন্দন
কষ্টের আবর্তন
ফিরাবে কি বন্ধন!
তুমি কান্না থামাও
সে কথা বলব না
আবার কাঁদো তুমি
সেও আমি চাইব না।
সত্যি জানি না মা
কি দেব স্বান্তনা
নির্বাক দেখি চেয়ে
ঘুরে ফিরে কষ্টেরা!