ওগো দারুচিনির দ্বীপের রাজকুমারী
তোমার ছন্দ চলায় থেমেছে জানি
সাগরের নীল জল উত্তাল উর্মিমালা
নিঝঝুম ঘুম ঘুম রাজ কাঁকড়া!
ওগো লাবণ্যময়ী লবঙ্গের শুভ্রতা
ঐ নির্ঝর ঝর্ণা, ঐ চাঁদ জ্যোস্না
হয়ত বে খেয়ালে অবহেলে আনমনে
ঝরে যাবে বয়ে যাবে ডুবে যাবে।
তব তোমার হাসি রয়ে যাবে
এই সমুদ্রের বায়ুতটের ভাঁজে ভাঁজে
ঝিনুক লুকাবে লাজে মরে মরে
সোনালী কোড়াল হায় অজানাই রবে!
ওগো এলাচের গায়ে বসা সুন্দরতম
সকল সৌন্দর্য হেথায় হেরেছে মম
মেশক জাফরান হতে আতরের সুবাসে
তোমার কপোল ঘেঁসে ধন্যতায় হাসে!
তবু যেন এ সকাল সময়ের বিবর্তনে
দুপুর গড়িয়ে একদা সন্ধ্যা মাড়িয়ে
মিলিয়ে যাবে একদিন রাতের আঁধারে
তেমনি তুমিও বসন্ত পেড়িয়ে নিরবে
চলে যাবে নিয়তির চির না ফেরা দেশে!