হে খোদা ওগো প্রিয়তম-
আমি চাইনা ও চোখ নীলাভ নীল
যদিও সে মায়াবী, মায়াময় বর্ণিল
কিংবা ধূসর বাদামীর মুগ্ধতা মাখা
যদিও সে চাহনী থাকে হৃদয়ে আঁকা!
আমি চাইনা প্রিয় সে কাজল কালো ভ্রমর
যে চোখের তীব্রতায় নামে প্রেমের নহর!
কিংবা পরম আশ্চর্য বিরল সবুজাভ
যে চোখ এ ভুবন জুড়ে বড় খুবসুরত!


আমি চাই প্রিয় সে চোখ যদিও বিবর্ণ
যে চোখ তোমার ভয়ে হবে অনন্য।
ঝরাবে অশ্রু ফোঁটা ফোঁটা প্রতি মোনাজাতে,
সেই সে চোখ দিও খোদা, নিও জান্নাতে।