হিম হিম হিম ঝরা শীতল এ রাতে
সুর বুঝি উঠেনা ঐ পাখির ঠোটে
সেতো হায় নিরালায় নিজেকে লুকায়
পালকের আড়ালে গানেরা হারায়।
নিরব রাতের দেশে বেদনার বাঁশি
নারিকেল পাতার ফাঁকে নাম হিম নিশি
শীতের শীত বুড়ি খুক খুক কাশি
মাঠে ঘাটে হেসে যায় বড় সর্বনাশী!
খেজুরের গায়ে ঝরে রস রাশি রাশি
পৌষের ভোর শেষে তাই নিয়ে হাসি
মাঠ ঘাট বাঁশ ঝাড় শিশের একাকার
পদ্মা নদীর বুকে মাঝিদের হাহাকার!
চাঁদ বুঝি জানেনা নিরব এ রাতে
জ্যোস্নারা কুয়াশায় আল্পনা আঁকে
নিরব এ শীতের রাতে চাঁদ কি জানে
তার হাসি মিলাবে ঐ ঘুম জানালাতে!