অভিমানী আকাশের অঝোর কান্নায়
মুছে গেছে কাজলের কালো রঙ
দূরন্ত বালিকার উড়ন্ত ছুটে চলায়
মেঘ কুমারী কালো রঙে সেজেছে বেজায় সঙ!
বৃষ্টির ফোঁটা সেতো স্বর্গের অতিথী
ঝরে পড়ে শ্যামলিমা প্রান্তরে
স্বাপ্নিক তরুণীর কেটে গেছে কত তিথী
মেঘ কুমার মেঘ কেটে আসবে বুঝি তার দোরে!
কদম্ব ফুল আহা সেজেছে কার আশে
কেয়া বুঝি ফুটেছে প্রেমের বাগিচায়
রংধুনু বেয়ে ঐ কেগো আসে উল্লাসে
তাই দেখে নির্জনে ময়ূরী নাচে হায়!
দূর বনে একলা পাখি তুমি কেন কাঁদ হায়
বৃষ্টির ঝরা পাতায় কারে খুঁজে ফির?
বিরহী বধূ আজি আঁক কিগো নকশী কাঁথায়
নকশীর আলপনায় পার যদি সেথায় ভীর!