হে নারী
শত শতাব্দীর বিস্ময় পার হয়ে তোমায় সালাম
তুমি মিশে আছ সভ্যতায়, ভব্যতায়, পূর্ণতায়, অপূর্ণতায়
প্যারাডাইস লস্ট হতে আলেফ লায়লা, ইউসুফ জুলেখার পাতায় পাতায়
তোমাকে খুঁজে পাই ট্রয়ে, বাগদাদ, সমরখন্দ, রোম, প্যারির পথে পথে
তুমি চলেছ নির্ভয়ে বিলকিস, হেলেন, মরিয়ম, রহিমা হয়ে কোহেকাফ নগরে!
হে নারী
শত তোরণের দরজা খোলে গেছে গোপনে চকিতে তোমায় হেরিতে
সিন্দাবাদ থমকে গেছে ময়ূরকণ্ঠী নাও দোলে উঠে চমকে!
তোমার মমতায় ওমর কেঁদেছে ভেঙে গেছে খালিদের তলোয়ার
তোমার প্রেমে রাজ্য ছুঁড়ে ফেলে রাজা হয়েছে ঐ ঘোড় সওয়ার!
হে নারী
কোন অবেলায় ভুল করে মজনু চেয়েছিল তোমার বাঁকা চোখে
সেই চোখে হিরার ধার তুর পাহাড়ের সুরমা যেন হার মানে!
সাধনার কামনায় তোমার ভয়ে বুদ্ধ চলে গেছে দূর বনে
কত চাতক সাধক হয়েছে তোমায় হেরে বুদ্ধ কি তা জানে!
হে নারী
তবুও দেখেছি যুগে যুগে ভুগে ভুগে তুমি হয়েছ ভোগ্য পণ্য
কালে কালে সভ্যতার যাঁতাকলে মানুষ রূপে হওনিতো গণ্য
শয়তানের ময়দানে তুমি নাকি পাপের প্রসবণের মূল কারিগর
দলিত মথিত হয়ে কথিত সভ্যতায় অন্ধকারে পড়েছিলে জীবনভর।
হে নারী
আজ তুমি সব ভুলে নেমেছ একোন সর্বনাশের নীল স্রোতে
বল্গাহীন স্বাধীনতার লোভ করে নির্মম অধীনতার চোরা পথে!
হোটেল, বার, ক্লাব বিজ্ঞাপন, পার্টিতে অঢেল টাকার মডেলে
দেহের প্রদর্শনী, নিজের সম্মান লুটে পুটে মরিচীকার অতলে।
হে নারী
তুমি নারী হও, মাতৃত্বের মমতায়, স্নেহ ভালোবাসার জালবুনে
কোমলতায়, সরলতায়, মোহনীয়, স্বপ্নময় প্রেম - প্রীতির বন্ধনে
পুরুষেরা জান্নাত খুঁজে মাথা কোটুক তোমার পবিত্র পদতলে
অন্ধগলির অচেনা ভাগারে নয় তুমি থেক শ্রদ্ধা ভক্তির জায়নামাযে!