ডাহুক পাখির পাখনা জড়ানো বাদলা মেঘের নাও
সাত আসমান পার হয়ে আজ আসছে মোদের গাঁও।
সাদা বকের সারি গুলো ছুটছে অজানায়
জবুথবু কাকটা দূরে নিরবে ঘুমায়।
হিজল বনে শুনি আজি কিসের কানাকানি
কদম কেয়া খুশিতে কি গাইছে সে গানখানি।
অলস দুপুরে নকশি কাঁথায় উঠছে যে সুর কত
মিঞা বাড়ির দহলিজে কতক খোশ গল্পে রত।
নদির তীরে কোন সে মাঝি ভাটিয়ালি হাঁকে
দূরের মাঠে ভিজে গরু হাম্বা রবে ডাকে।
এমন দিনে কতা কথা বাজায় মনে সুর
রিম ঝিম ঝিম বৃষ্টি ঝরে সকাল ও দুপুর।