অতিদূর অন্ধকারে যে তাঁরা জ্বলছে নিশ্চুপে
মোহনীয় মায়াময় নয়ন হেরিছে যারে নির্ঘুমে।
বলেছে হে চাতকিনী চেয়ে দেখ আমায়
আমি দূর থেকে গোপনে ভালবাসি তোমায়।
তখন নয়নে নয়ন মেলে তারি পানে চেয়ে
স্বপ্নীল স্বপ্নরা আসে মেঘ বেয়ে।
আশাহীন আশার বুকে কল্পনা আঁকে
প্রেমভরা বাগানেতে তারকারা হাসে।


আঁধার এ শর্বরী বলেনি কিছু
যদিও ছুটেছো তুমি তাঁরার পিছু
তোমারে জড়ায়েছে অন্ধকার হোক যত কালো
জড়াবে না তোমাকে ঐ তারকার আলো!


ভালোবাসি বলেনি তোমায় নিরব এ আঁধার
না বলেও পাশে থাকে সে ওগো তোমার।