যখন আমি স্বপ্ন দেখি
বিধাতা তখন- হাসেন
আমার স্বপ্নরা যখন
সমুদ্রের গভীরতাকে ছাড়িয়ে যায়
যখন আকাশ ফুঁড়ে উড়তে থাকে
বিধাতার বিধান তখন নড়েনাকো।
আমি কত কি ভাবি
কল্পনার আকাশে উড়াই রঙিন ঘুড়ি
সে পত পত করে উড়ে যেতে চায় সুদূরে
বিধাতার হাত তখন- নাটাই ধরে।
আমি বাজ পাখির মত উড়তে চাই
অতিথি পাখির মত সূদুরে যেতে চাই
কল্পনার রাজ হাঁস হয়ে ঘুড়ি পদ্ম পুকুরে
অধরা সুখকে ধরার অভিলাষে নিত্য লড়ি
প্রকৃতির বুকে একে দিতে চাই পদ চিহ্ন
মৃত্যুকে মাড়িয়ে পেতে চাই অমরত্বের স্বাদ!
বিধাতা তখন- হাসেন, কেবল হাসেন
আমার ভবিষ্যতের- বিপরীত গল্প দেখে।
তবুও তিনি স্বপ্ন দেখতে দেন
বাড়তে দেন কল্পনার আকাশের অসীমতা।
বিধাতার যা কিছু সুন্দর মনোমুগ্ধকর
স্বপ্ন - কল্পনার আবেশ তেমনি এক ঘর।