বড় অদ্ভুত এক সময় এসেছে ধরায়
রংধনুর আর নেই সাত রং
ফুলের রংয়েও নেই কোন ভিন্নতা
পাখিরা গাইছে সবে একি সুরে
পাখির পালকের রঙও এক
পাহাড়েরা হয়েছে সমতল ভূমি
নদী, খাল, বিলে নেই কোন পার্থক্য
মানুষের গায়ে মাংশ নেই, কঙ্কাল সবে!


কি এক অদ্ভুত,  আজব পৃথিবী
এখানে আর্দশের ভিন্নতা নেই
মত, পথ, বিশ্বাসের ভিন্নতা নেই
সব বিশ্বাসেরা এক বিশ্বাসে মিশে
বৈচিত্র্যময়তার মৃত্যু ঘটায়েছে শেষে!


এখানে ফুল বাগানে সব একি ফুল
এখানে সব শিশুরা বিষন্ন অসুন্দর
এখানে কোন দেশ নেই, সীমানা নেই
এখানে কিছু নেই, কেউ নেই, শুধু নেই
কেবলি শূন্যতা, কেবলি ছন্দহীনতা
কেবলি নামহীন, পরিচয়হীন, ধর্ম, বর্ণ, গোত্রহীন
এক বৈচিত্র্যহীন, রুক্ষ মরুময়তা!