হে অতৃপ্তি তুমি কেমন
তুমি শুধু সৃষ্টি কর এক আকাশ তৃষ্ণা
এক অন্তহীন তৃপ্তিহীন অতৃপ্ত বাসনা।
শাহজাহানের স্বপ্ন ছিলো আরেকটি তাজমহল গড়ার
সে স্বপ্ন আর পূরণ হল না তাঁর
কি হত যদি হত আরেকটি তাজ
হত যদি আরেকটি মমতাজ মহল
হয়তো আরও একটি গড়ার হতো বাসনা
এ চাওয়ার শেষ নেই যেন
এ এক ক্লান্তিহীন অদম্য  কামনা।
পৃথিবীর সবচেয়ে ছোট মানুষটিও স্বপ্ন দেখে
সেও কল্পনায় রাজা হয়
সিংহাসনে বসে রাজ্য চালনার চলে অনুশীলন
এই স্বপ্ন তাকে বাঁচিয়ে রাখে
তাড়িয়ে নেয় সারাটি জীবন
অবশেষে সমুদ্রের ঢেউয়ের মত আছড়ে পরে তীরে।
যে আজ রাজা হলো সে হতে চায় রাজাদের রাজা
যে আজ প্রেমিক হলো সে হতে চায় অমর প্রেমিক
যে আজ কবি হলো তার শেষ কবিতাটা আজও হলো না লেখা
যে হলো শিল্পী তার শ্রেষ্ঠ শিল্পকর্ম আজও হলো না গড়া।
আলেকজেন্ডার আজও পৃথিবী জয় না করার বেদনায় কাঁদে
রবীন্দ্রনাথ আজও শান্তি নিকেতনে এসে আরেকটি কবিতা লিখতে চায়
চীনের সম্রাটেরা আজও এসে গড়তে চায় আরেকটি মহাপ্রাচীর
মহাবীর খালিদ আজও তরবারি নিয়ে বেহেশতে ঘুরে বেড়ায়
শহিদেরা খোদার কাছে আর্জি করে বার বার শহিদ হতে
এইযে অতৃপ্তি
এটাই যেন মানুষের নিয়তি
সে তৃপ্ত হয় না
এত সব অতৃপ্তি নিয়েই পৃথিবীর সফল মানুষেরা
বিফল মনোরথে স্রষ্টার পানে চলে ছুটে!