যদি চাও বন্দী করো মোরে
রেখ দুর্গম কারাগারে
আমি মাথা পেতে নেব
হয়ত সেথায় নেই পুষ্প সৌরভ
নেই ফুল বিথীকা, পাখিদের গান
নেই কল্লোলিত ঝর্ণা, চাঁদের কিরণ
নেই সেথা স্বর্গ থেকে নেমে আসা নদি
নেই দামি খাবার, শুধু এক টুকরো রুটি
আমি সব মেনে নেব হাসি মূখে
অবহেলায়, নির্লিপ্ত অবজ্ঞায়
যদি থাকে সেথা মোর সাথে
পড়ার মত অগনিত বই
আর লেখার জন্য একটুকরো কাগজ!
এ এক অন্তহীন তৃষ্ণা
কোন সে শরাব আছে মেটাবে পিয়াসা
আমি ডুবে ডুবে জ্ঞানের সরোবরে
নবীর হাতের কাউসারে মেটাব তিয়াসা।