তারে ধরতে গেলে যায় না ধরা
ও সেতো নয় ঘাটের মরা
তবু সে রয় অধরা
নয়নের নয়ন পোড়া।
সেতো হায় যায় ডেকে যায়
তারই কাছে খুব কামনায়
পড়ে হায় তার ছলনায়
জীবনে বয় যাতনায়।
যে ভুলে তার পড়ছে প্রেমে
তার বলি যারে থেমে
জীবনের রঙিন ফ্রেমে
বাঁধাতো যায় না তারে।
যদি দেখিস দেখবি তারে
বসন্তের সাজ বিলাবে
কাছে গেলে ওরে বেভুল
ফুটাবে সে দুখেরই হুল।
যেতে তারে দেরে বেহুশ
নইলে যেদিন হবেরে হুশ
দেখবি সেদিন শূন্য খাঁচা
ফুরাবে বাঁচার আশা।