একটি ট্রেন ছুটে
আর আমি
ট্রেনের উল্টো দিকে দৌড়াই
ট্রেনকে ধরার অভিলাষে!
কি আশ্চর্য!  কি অদ্ভুত যাত্রা!
ট্রেন থেকে আমি ক্রমেই সরে যাচ্ছি
অথচ উল্টো পথে দৌড়ে
আমি ট্রেনে উঠার আশায় মেতে আছি!


এ দুনিয়াও দৌড়ায়
দশ পা, বিশ পা, একশ পা করে
আমার ক্ষমতা এক পা দৌড়ানোর
অথচ তাই নিয়ে দুনিয়াকে ছোঁয়ার আশে
আমি ছুটছি দুনিয়ায় পিছু পিছু।


আমি ছুটছি, দুনিয়াও ছুটছে
ক্রমশ আমি দূরে সরে যাচ্ছি
ছুটতে ছুটতে একদিন আমি থামি
দুনিয়া অধরাই থাকে অবশেষে।