আমি। সেই আমি, বহু আগের ছিটকে পড়া সেই আমি
সেচ্ছায় বিষ সেবনে আমরণ কষ্ট কেনা সেই আমি
অবেলায় ভালোর খোজে মন্দ কিনে নেয়া সেই আমি


জড় এর কাছে অসীম মায়া কাম্যিক সেই আমি
পাথরে তুলা ফলানোর ব্যার্থ চেষ্টক সেই আমি
পশুর সমুদ্রে নিখুঁত জল ফোটা খোজা সেই আমি


পাল্টে গেছে সময় আর মন পাল্টেগেছি আমিও এখন
নাপাওয়ায় ব্যার্থতায় মন কঠোর হয়েছে ভীষণ
কোনো না পাওয়াই এখন হয়না কষ্টের কারণ


কি কষ্টের ভবিষ্যৎ দেখাও আমায়?