বিরহ যুগল জন্মায়, ছড়ায়, বেড়ে ওঠে-
বিরহ চঞ্চল হয়; রাতের নিস্তব্ধতায়
মস্তিষ্কের দোলনায় উঠে বসে- দোল খায়।
চোখের সমুদ্রে করে জলকেলি...
জমতে থাকা বলিরেখায়
বাড়তে থাকে বিরহের বয়স।
অচঞ্চল মধ্যাহ্নেও- ক্ষুধাহীন তার জেগে থাকা
বিরহ বড় হতে থাকে...
অযত্নে বেড়ে ওঠা নখের সাথে পাল্লা দিয়ে!