মধ্যযুগীয় পর্বতগুলোর জানা থাকতে পারে...
ছায়া কতটা অল্প আয়ু নিয়ে আসে
পৃথিবীর ওপাশ থেকে।কিংবা
পুনর্জন্মে কার শরীরে ভর করে!
অন্ধকার শিকড় ছড়িয়েছে নিভৃতে। হতে পারে...ছায়ার জন্য
হিসেবী তারিখ চোখে চোখে রাখে- বয়স
বয়সের শরীর, শরীরের ছায়া। নতুবা
এমন কেন? ছায়াগুলো তরুণ থাকে, যুবক থাকে
বৃদ্ধ থাকে আবার থাকে না
এমন নয়তো- আমার ছায়াটা মধ্যযুগীয়;
কোনো এক হেরে যাওয়া সৈনিকের
যার অব্যক্ত কথাগুলোই নিত্যরাতের দুঃস্বপ্ন!
পর্বতটা সব জানতে পারে...
ছায়া বিবর্তনের মূল রহস্য
এমনটা হলে, বাবা পেয়েছেন কালপুরুষের ছায়া
যে ছায়া অনুসরণ করে
একটা দুটো মধ্যযুগীয় নক্ষত্র।