তুমি আমার একান্ত এক রোগ
ওষুধ বিহীন তোমায় পুষি
মৃত্যু হলে হোক।
তুমি আমার একান্ত এক নেশা
সকাল-সন্ধ্যা, রাত-দুপুরে
তোমাতে পাই দিশা।
তুমি আমার একান্ত এক ভুল
প্রশ্নই ওঠে না শুধরে নেবার
না পাই যদি কূল।
তুমি আমার একান্ত এক প্রেম
শুদ্ধ ভুলের আড়াল থেকে
বাড়ছো দিনকে দিন।
তুমি আমার একান্ত এক ক্ষোভ
রাত বিরাতে তোমায় ভেবে
হারাই সকল বোধ।
তুমি আমার একান্ত এক নারী
শত-সহস্র জমিন তো নেই
তুমিই ঘরবাড়ি।