যৌথ যাপনে একপেগ অভিমান হলে মন্দ হয় না।
এ চোখ ও চোখের কাছে ঝাপসা হয়ে থাকবে
আর ও চোখ এ চোখের কাছে।
মুখ চাওয়া চাওয়ি নেই। কথা চালাচালি নেই।
চটকানো আলুতে টক গন্ধ, ঝালঝোল জমে ক্ষীর
মাছির দায়িত্বে যাবে প্রিয় সোনামুগের ডাল
তবুও নেশা কাটার কোন সম্ভাবনা থাকবে না।
হঠাৎ জ্যোৎস্না- আলোর জল ছিটাবে চোখে, মুখে
পিপাসিত চোখ অনুভব করবে শারীরিক খুধা;
একপেগ অভিমান রূপ নেবে শাশ্বত প্রেমে!