ব্যথাটা যখন খুব করে ওঠে
তখন কবিতার শরীরে জমা পরে
আরো কয়েক পংক্তি।
মনে হয়, আমি মারা যাচ্ছি
যা কিছু বলার কবিতাকে বলে যেতে হবে।
জবুথবু লাইনগুলো চিঠি হতে পারতো
কিংবা উইল।
যে কোন কণ্ঠে ওগুলো গল্প হতে পারতো
কিন্তু আমি তাকে কবিতা করে যাচ্ছি;
যাতে আবৃত্তির মত গভীর স্পন্দন থাকে।
যে কেউ যেন সহজেই বুঝতে পারে-
কবিতার সঙ্গে আমার প্রণয় ছিল কোনকালে!
কবিতাকে ভালোবেসেই; আমার মৃত্যুর পূর্বমুহূর্ত
জমা দিয়ে যাচ্ছি কাবিতার কাছে