কুয়াশার গা বেয়ে হামাগুড়ি দিয়ে
জোছনা নামে মাটিতে
দু-কদম দূরেই কুয়াশার শহর
আমি সহ দল ভারী হয়।
স্বচ্ছ হতে থাকি। তার প্রমাণ জোছনা
আমি কুয়াশা হই নয়তো
কুয়াশা আমি
প্রশস্ত হই নগর থেকে হিমালয়
আমরা এ ওর ভিড়ে হারিয়ে যাই
নগ্ন জোছনার ভীরু নিঃশ্বাস পরে চিবুকে
জল্পনার অবসান হয়-বাদুড়ের ডানায়
যে সত্তা ছুঁয়ে যায় চিরকাল
জোছনার স্পর্ধায়-আজ, কাল এবং অন্য কোনোদিনে