আগে খেতে পারলে দুটাকা।বাবার এমন ঘোষণায় আমরা ভাইবোনগুলো প্রতিযোগী হয়ে উঠতাম। করলা-ডাল চটকে দ্রুত খাওয়ার পাল্লা। বাবা কাউকে নিরাশ করতেন না। খাওয়া শেষে সকলের হাতে দুটাকা দিতেন। প্রাপ্ত দুটাকার নোট জমিয়ে রাখতাম ‘অর্জন’ ভেবে। আমার সন্তানদের খাওয়াতে ক্ল্যাশ অব ক্ল্যান্সের লোভ দেখাই। ওরাও দ্রুত খায়। ওরা হয়তো ‘অর্জন’ ভেবে পয়েন্ট জমিয়ে রাখে। ভবিষ্যতের বাবা’রা হয়তো অন্যকিছুর লোভ দেখাবে। যেমন সভ্যতাকে লোভ দেখায় আধুনিকতা।