…অথচ বিকালের মহাপ্রয়াণে-
থেমে যায়নি প্রেমিকের অপেক্ষা
দুদণ্ড বিশ্রাম নেয়নি যুগল চোখ।
আমাবস্যার কূলহীন আঁধারেও যদি জোনাক জ্বলে
কিংবা ভেসে আসে চিকন হাসির সুর।
তবে প্রেম ভেবে দুহাত প্রসারিত হয় মুহূর্তে
রপ্ত করা নামটা ‘অপরিচিতা’ হলেও। ওটাই
বেশ পরিচিত শব্দ বা অস্তিত্ব।
প্রদীপ নিভে গেলে তসবিদানা জ্বলে ওঠে; রোজ
জ্বলে ওঠে প্রমিকার ভাসা ভাসা ভূমিকা
পরক্ষণে প্রদীপ জ্বালালে যা তাই থেকে যায়,
শুধু প্রেমিকার মুখ আরো স্পষ্ট হয়ে ওঠে
দেয়ালে সেঁটে থাকা ফ্রেমে।