শামুকের জীবন দেখে বড় লোভ হয়
কতটা নিভৃতে একান্ত বাস।
অযাচিত কোলাহল কত সহজে
তুচ্ছ করে বেলাভূমির আলিঙ্গনে।
নিঃসঙ্গ নিশাচর হয়ে হেঁটে যায়-
এক অন্ধকার থেকে আরেক অন্ধকারে
শরীরে লেগে থাকা সঙ্গমের সুখ;
নিঃশব্দে পোষে পিছুটান…
জলে ডুবে জোছনায় স্নান হয়; কিংবা
পৌষের অগভীর মাঠে।
শামুকেরও নিজস্ব বিরহ আছে বোধহয়
নয়তো শিল্পীর অংকিত শামুকটা কাঁদছিল কেন?
শামুকের জীবন দেখে বড় লোভ হয়
সে কতটা ধীরে দেখে পৃথিবী বদলের রঙ!