কত কিছুই তো আঁকার ছিলো
অথচ তুমি ছায়া আঁকলে
পথিকের ভাঙা নখ আঁকলে
বিশ্রাম আঁকলে।


অত সহজ কিছু না এঁকে
আমি কলিকাল আঁকলাম
বোমারু বিমান আর রক্ত আঁকলাম
কতগুলো মায়াহীন চোখ আঁকলাম।


দমকা হাওয়ায় তোমার আঁকিবুঁকি
সব উড়ে গেল, কোথায় যেন!
শুধু আমার চিত্রগুলো রয়ে গেল
সময়ের শরীর জুড়ে!