ভয়ের যদি কোন শারীরিয় অবয়ব থাকতো
তবে অসংখ্যবার তাকে জড়িয়ে ধরতাম; প্রাপ্তির সুখে।
আজমেরীকে যতটুকু পেয়েছি তার সবটুকুই তো ভয়ের জন্য!
রাতের অন্ধকারে যতক্ষণ ভয় থাকে
আজমেরী ততক্ষণ আমার আঙ্গুল জড়িয়ে থাকে।
বজ্রের হুংকারে যতটা ভয় থাকে
আজমেরী ততটা লেপ্টে থাকে আমার বুকে।
ভয়ের যদি কোন অনুভূতি শক্তি থাকতো
তবে এককোটি বার কৃতজ্ঞ হতাম তার কাছে; প্রাপ্তির সুখে।
আজমেরীকে যতটুকু পেয়েছি তার সবটুকুই তো ভয়ের জন্য!
দুঃস্বপ্ন যতটা ভয়াবহতা বিস্তার করে ঘুমের রাজ্যে
আজমেরী ততটা আঁকড়িয়ে থাকে আমায়।
ভবিষ্যতের অনিশ্চিতে যতটুকু ভয় মিশে আছে
আজমেরী ততটুকু মিশে আছে আমার অস্তিত্বে।
ভয় যদি নিত্যদিন আজমেরীর কাছাকাছি থাকতো
তবে অগণিত বার আমি তার কাছে ঋণী হতাম; প্রাপ্তির সুখে।
আজমেরীকে যতটুকু পেয়েছি তার সবটুকুই তো ভয়ের জন্য!