“লুণ্ঠিত মানবতা”
শেখ মুহাম্মদ সোহেল রানা


আজ তারা হচ্ছে নির্যাতিত
পায়না বাঁচার স্বাধীনতা বার্মার
রোহিঙ্গা মুসলিম ভাই,
মিলছেনা একটু আশ্রয়,
কেন হচ্ছে বিতারিত কোথাও
মিলছেনা তাদের ঠাঁই।
করছে হত্যা হায়েনার দল
সকল নারী ও শিশু ঠিক যেন
হয়েছে আজ মৃত্যু-পুরি,
খালি হয়েছে কত মায়ের বুক
অনাহারে কাটছে দিন
হারিয়েছে আশ্রয় ঘর-বাড়ি।
চলছে এমন নির্মম হত্যাযজ্ঞ,
নদীতে ভাসছে তাদের নিথর
সেই দেহটার লাশ,
কোথায় হারালো মানবতা,
তারা কেন পারেনা
আজ করতে বসবাস।
চলছে নির্মম হত্যাকান্ড,
আগুনেতে জ্বলছে ঘর-বাড়ি
নিয়েছে শেষ আশ্রয় কেরে,
কোথায় বিশ্ব হে মুসলিম,
কেমন করে নিরব
আছো কষ্টে তাদের ছেড়ে।
হে বিশ্ব মুসলিম,
আজকে কোথায় তোমরা
কর তাদের প্রতিবাদ,
আঘাতের প্রতিদানে আজকে
কেন দাওনা তোমরাও
তাদের সেই পাল্টা আঘাত।


[রচনাকালঃ ৩০/০৯/২০১৭ ইং]
কানিহারী, আহাম্মদাবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।