প্রার্থনা
শেখ মুহাম্মদ সোহেল রানা


করেছি মহাপাপ, পেয়েছি অভিশাপ
      তোমার অধম গুনাহ্গার,
পাপের বুঝা জমা, করে দাও ক্ষমা
      পাই যেন দয়া তোমার।
প্রভু তোমার ভয়ে, সরল মুমিন হয়ে
       করে সরল পথের কাজ,
আল কুরান বাণী, মান্য করব জানি
        হবে আদর্শবান সমাজ।
তোমার হুকুম তাই, মান্য করে চাই
        হে প্রভু তোমার তরে,
মৃত্যুর কাছাকাছি, তবুও বেঁচে আছি
      তুমি দাওনা ক্ষমা করে।
করেছি সংঘাত, তুলেছি দু'টি হাত
       বেঁচে আছি আশা নিয়ে,  
মরনের সেই পথে, আদর্শের সাথে
       চলে সরল পথটা দিয়ে।
প্রিয় নবীর উম্মত, এই হলো হিম্মত
      সঠিক আদর্শ বুকে ধরে,
প্রভু তুমি দয়াবান, ক্ষমাশীল মহান
     সবার আশিস সঙ্গে করে।
তুমি অন্তর্যামি, পাপ করেছি আমি
      ক্ষমা করে দিও হে প্রভু,
এসেছি একাই, ইবলিসের ধোঁকায়
      আর ভুলি না যেন কভু।