এই অদ্ভুত নগরে আমার নিজের কোনো গল্প নেই!
এমন কোনো দিলখোলা বন্ধু নেই এর ব্যস্ত মোড়ে−
যাকে জড়িয়ে ধরে বলতে পারি,
“বন্ধু, আমার কিছু কথা শুনে সবকিছু হালকা করে দে...”


এই নগরে এমন নির্ভেজাল জমিন নেই যে−
সিজদায় অবনত হতে পারি,
এমন সহসা কোনো আকাশ নেই যে−
মুখ তুলে চাইতে পারি,
চোখ ধাঁধানো মুগ্ধতায় দেখতে পারি−
অনন্ত অম্বর জুড়ে নক্ষত্রের অপরূপ কারুকাজ...


চারপাশে সহস্র লৌহপুরুষ আর অগুনতি মোমের বালিকা,
কেউ আমাকে বোঝে না, ওরা কেউ আমার জন্য না...


এই নির্লিপ্ত নগরের কোথাও এমন কোনো নাম নেই যে−
ভুলে যেতে পারি অজস্র নিখুঁত অপার্থিব অলৌকিক রাত...