লৌহশহরে সহস্র মোমের দেহ
পদব্রজে চলে যায় দিগন্তের প্রান্তসীমায়
ঐখানে সূর্য ডোবে


আমি শুধু হাত টেনে, পা টেনে
এগুতে পারি না কোনোক্রমে, কোনোখানে
অত শক্তি গায়ে নেই, যেন এক আহত অসুর


একদিন এই শহরে মরিচা ধরবে
গুঁড়োগুঁড়ো হয়ে মাটি হবে পুরো শহর
প্রকৃত মাটির উপর জমবে নব্য মাটির প্রলেপ
আমার তো এত আয়ু নেই, এখনই যেতে হবে


দেখ, কত পতঙ্গ বিহঙ্গ উড়ে উড়ে যায়
লকলকে নদীর দিকে, সরাসরি সূর্যের দিকে
ওইদিকে নূতন বসত, ঐদিকে আলোর কারখানা
ওইখানে যাব না? আমি তবে দগ্ধ হব না পুনরায়?


এখানে জীবন আটকায়, মরণ আটকায়
পতনের হাতখানি রাশ টেনে ধরে
বাতাস থমকে থাকে এই লোহার শহরে...