চোখ বুজলে আবছা অবয়ব ফিরে আসে কার
অনন্যা সে, তবু কেমন করে তার যাতনা সই
কোন কারণে অবাক নীলে নিথর বিবশ হই


রোজ সন্ধ্যায় আছড়ে পড়া হলুদেরা জানায় ওরা পরাজিত
এরপর ধীরে সূর্যের আলোকসেতু ভেঙে রাত চলে আসে
আমার তো রাত্রিতে ভয় লাগে বেশি
প্রলম্বিত প্রহর শয্যাশায়ী থাকি উন্মুক্ত দুই চোখে
অথচ নির্বিঘ্ন নিদ্রাকামনায় রয়ে যাই নিদ্রাবিহীন


আমি আর নিয়মিত বিরতিতে মুদিত চোখের পাতায়
কিছুটা নিকষ পর্দায় পুনরায় দেখতে চাইনা তারে,
আবারো একই আততায়ী রুপ কারুকাজে অনাগ্রহী


করুণাময়, আমাকে মাছেদের মত আঁখি দাও, পল্লবহীন